February 5, 2025, 6:47 am

রূপগঞ্জে প্রগতি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ পিঠা উৎসব অনুষ্ঠিত

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি,নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রগতি উচ্চ বিদ্যালয়ের প্লে গ্রুপ থেকে ৬ষ্ঠ শ্রেনি ছাত্র-ছাত্রীদের নবীন বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

২২ জানুয়ারি বুধবার সকাল থেকে দিনব্যাপি উপজেলার সদর ইউনিয়নের গুতিয়াবো এলাকায় স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অতিরিক্ত এটনি জেনারেল নারায়ণগঞ্জ কোট, এ্যাড.মোঃ আজিজুর রহমান মোল্যা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি অফিসার মোঃ সাইফুল ইসলাম,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো,ইসমাইল হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন,রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাশির উদ্দিন বাচ্ছু,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিন্নত আলী, এ্যাড.আলম খান,এ্যাড. একে এম ওমর ফারুক নয়ন,এ্যাড.দেওয়ান আশ্রাফুল,মোঃ সফিউদ্দিন মোল্লা,সোনা মিয়া,দেলোয়ার হোসেন, বিদ্যালয়ের অভিবাবক সদস্য মোশারফ হোসেন মোল্লা,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জুবায়দুর রহমান,সঞ্চালনায় ধর্মীয় শিক্ষক আব্দুল মোল্লা,মিজান মোল্লা,মজিবুর রহমান মোল্যা,যাদব চৌধুরী,ফারুক মোল্যা, বিশিষ্ট সমাজ সেবক, সাংবাদিক মোঃ জাহিরুল ইসলাম মোল্লা (সাগর), রাকিব মোল্লা,তানবীর মোল্লা, আপ্তু মিয়া,আব্দুল কুদ্দুস,সুরুজ মিয়া,আমির হোসেন,আব্দুল মান্নান,মনির হোসেন,মোক্তার হোসেন,আব্দুল মতিন,সুমন মোল্লা প্রমুখ।
অতিথিদের বক্তব্যে অনুষ্ঠানে বলেন, বর্তমান সভাপতি এডভোকেট আজিজুল রহমান মোল্লার পিতা, স্কুল প্রতিষ্ঠাতা মরহুম আঃ রাজ্জাক মোল্যার নেতৃেত্ব, স্কুল প্রতিষ্ঠা কালে এলাকাবাসীর কঠিন শ্রমের কথা,এই সব স্বরণ করে এলাকাবাসীর প্রতি সবাই কৃতজ্ঞতা স্বীকার করেন।এবং সুন্দর শৃঙ্খল পরিবেশ বজায় রেখে,ছাত্র ছাত্রীদের সুশিক্ষায় সুশিক্ষিত হওয়ার কথা বলেন,বক্তারা গার্ডিয়ানদের সমাজের মাদক ও অনিয়ম, বিশৃঙ্খল পরিবেশ থেকে ছাত্রছাত্রীদের দূরে রাখতে গার্ডিয়ানদের সচেতন হতে বলেন বলেন ..

এসময় অতিথিরা শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে শুভেচ্ছা জানায়।

পিঠা উৎস,এটি গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য। এক সময় বাংলার ঘরে ঘরে শীত আসলে পিঠা বানানোর ধুম পড়ে যেত। কিন্তু আধুনিকতার উৎকর্ষে এ ঐতিহ্য অনেকটাই হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মের কাছে ঐতিহ্যটাকে ধরে রাখতে পিঠা উৎসবের আয়োজন করা দরকার।
নবীনরা এ ঐতিহ্যকে লালন করে আগামী প্রজন্মের কাছে নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারলে এ আয়োজন সার্থক হবে।

পিঠা উৎসবে বিভিন্ন স্টলে প্রায় ৫০ প্রকারের দেশীয় পিঠা প্রদর্শন করা হয়। এর মধ্যে পাপড়ি, ঝিনুক, তালের কোন, নারিকেল, পাক্কন, রেশমি, ত্রিভুজ, ঝিলমিল, ডিম সুন্দরী, হৃদয় হরণ, বেণী, চন্দ্রপুলি, চিংড়ি পিঠা, মুখ চাহনী ইত্যাদি। পরে অতিথিরা স্টলগুলো ঘুরে দেখেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা