মো:সোহেলরানা :নারায়ণগঞ্জ প্রতিনিধি :নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হৃদয়ের মরদেহ উত্তোলন সারাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় কাজ থেকে বাসায় ফেরার পথে সিদ্ধিরগঞ্জ থানাধীন ভুমিপল্লীর সামনে পুলিশের ছোরা গুলিতে হৃদয় মারা যায়।
সিদ্ধিরগঞ্জ হাউজিং ১ নম্বর রোড দুলালের বাড়িতে ভাড়া থাকতেন হৃদয়।
নিহত হৃদয়ের মা রিতা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করে মামলা নম্বর ১২(৮)২৪ মামলা প্রেক্ষিতে আদালতের নির্দেশ অনুযায়ী ২০ই (অক্টোবর) রবিবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পুলস্থ কবরস্থান থেকে হৃদয়ের মরদেহ উত্তোলন করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নারায়ণগঞ্জ মো. মনাব্বর হোসেন জানান, আদালতের নির্দেশ মোতাবেক মৃতদেহ উত্তোলন করা হয়েছে।
ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।