বি এম বাবলুর রহমান:- বিশেষ প্রতিনিধি:তালা ভায়ড়া গ্রামে ঈদগাহ ময়দানে ফ্লোরের ঢালাই কাজের উদ্বোধন করলেন উপজেলা সদরের সাবেক চেয়ারম্যান সাংবাদিক এস এম নজরুল ইসলাম।
রবিবার (২রা মে)সকালে তালা উপজেলায় সদরের ভায়ড়া কারিকরপাড়া ঈদগাহ ময়দানে ফ্লোর ঢালাই কাজের উদ্বোধন করেন তালা উপজেলাজাতীয় পার্টির সভাপতিও তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাংবাদিক এসএম নজরুল ইসলাম।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোঃ ইকবাল হোসেন খতিব ভায়ড়া মসজিদ।
এসময় উপস্থিত ছিলেন,তালা সদর ইউনিয়নের জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মোঃ জালাল উদ্দিন বিশ্বাস,তালা সদর ইউনিয়নের আগোলঝাড়া ভায়ড়া ওর্য়াডের জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ রহমত গোলদার, ওর্য়াডের ছাত্র সমাজের সভাপতি মোঃ নাজমুল বিশ্বাস।জাতীয় শ্রমিক পার্টির সভাপতি হযরত আলী, আবুল কালাম ,হযরত আলীর ড্রাইভার, ঈদগাহ কমিটির সভাপতি , মোঃ শাহাদাত হোসেন বিশ্বাস,ইকবাল হোসেন বিশ্বাস প্রমূখ।