February 5, 2025, 8:53 am

রূপগঞ্জে গ্যাস সিলিন্ডার গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‌‘ব্যালেডিয়াস বিজনেস সলিউশন’ নামের একটি গ্যাস সিলিন্ডারের গোডাউনে আগুন লেগেছে। রবিবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে সদর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পূর্বাচল ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আল মাসুদ বলেন, ‘গোয়ালপাড়া এলাকার মিলন মিয়ার বাড়িতে বাসা ভাড়া নিয়ে ব্যালেডিয়াস বিজনেস সলিউশন নামের ব্যানারে চার বছর ধরে এলপিজি সিলিন্ডার গ্যাসের ব্যবসা করতেন গোলাম কিবরিয়া। দোকানের পেছনে করেছিলেন গোডাউন। বিকালে হঠাৎ গোডাউনে আগুন লাগে। কিছুক্ষণের মধ্যে সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে।’

তিনি বলেন, ‘আমরা আগুন লাগার খবর পাই বিকাল সোয়া ৪টায়। ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে যাই। দুটি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গোডাউনে প্রায় পাঁচ শতাধিক সিলিন্ডার ছিল। যার দুই তৃতীয়াংশ সিলিন্ডার গ্যাস ভর্তি ছিল। তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।’

জানা যায়, ৪ বছর ধরে টঙ্গী এলাকার বাসিন্দা গোলাম কিবরিয়া গোয়ালপাড়ার মিলন মিয়ার বাড়িতে বাসা ভাড়া নিয়ে এলপিজি গ্যাস সিলিন্ডার মজুত করে আশপাশের বাসাবাড়িতে গ্যাস বিক্রি করে আসছিলেন। আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডারের ব্যবসা করা নিয়ে বিস্ফোরণের আশঙ্কা ও উদ্বেগ জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু এ নিয়ে কোনও পদক্ষেপ নেয়নি স্থানীয় প্রশাসন।

কারখানার ম্যানেজার জহিরুল ইসলাম বলেন, ‘গোডাউনে পাঁচ শতাধিক সিলিন্ডার ছিল। এর মধ্যে বেশিরভাগ গ্যাস ভর্তি ছিল। বাকিগুলো ছিল খালি। সিলিন্ডার পুড়ে বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা আমাদের জানা নেই।’

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা