February 5, 2025, 6:56 am

নারায়ণগঞ্জ জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন তারাবো পৌর বিএনপি।

নারায়ণগঞ্জ প্রতিনিধি : তারাবো পৌর বিএনপির উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে। (৩ ফেব্রুয়ারি)মঙ্গলবার বিকেলে তার নিজ বাসভবনে তারাবো পৌর বিএনপির নেতাকর্মীরা একত্রিত হয়ে অধ্যাপক মামুন মাহমুদকে সম্মান ও শুভেচ্ছা জানান।

এসময় তারাবো পৌর বিএনপির বিভিন্ন শীর্ষ নেতৃবৃন্দ অঙ্গসংগঠনের সদস্যরা ও স্থানীয় বিএনপি কর্মীরা। ফুলের তোড়া এবং মিষ্টি দিয়ে অধ্যাপক মামুন মাহমুদ কে শুভেচ্ছা জানানো হয়।

এ সময় অধ্যাপক মামুন মাহমুদ তাঁর বক্তব্যে নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন “আমি আপনাদের সবার সহায়তা ও সমর্থন চাই। আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে দলের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার পুনরুদ্ধার করা। আমি সবাইকে সাথে নিয়ে বিএনপির আদর্শে অবিচল থাকতে এবং দলের কার্যক্রম এগিয়ে নিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ।”

তিনি আরও বলেন,এমন সম্মাননার জন্য আমি তারাবো পৌর বিএনপির সকল নেতা-কর্মীকে ধন্যবাদ জানাই। আমরা সকলের সহযোগিতায় আগামী দিনে দলের শক্তিশালী সংগঠন গঠন এবং জনগণের পাশে দাঁড়িয়ে কাজ করতে চাই।”

এ সময় উপস্থিত ছিলেন কাজী ইমরান হোসেন মাসুম সহ সভাপতি তারাবো পৌর বিএনপি। মতিন কমিশনার বিএনপি নেতা তারাবো পৌরসভা।তারাবো পৌর বিএনপি নেতা আলী আকবর। তারাবো পৌর বিএনপি নেতা আসলাম ভুইয়া অপু ।ফরহাদ মিয়া তারাবো পৌর বিএনপি নেতা। আলী আকবর তারাবো পৌর বিএনপি নেতা। তারাবো পৌর বিএনপি’র অনেক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা