শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর ইউনিয়নে বৌমা-শাশুড়ি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে হাসানপুর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ১০১জন সেরা বৌমা-শাশুড়ির মাঝে শাড়ি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে যশোর জেলা মহিলা দলের যুগ্ন-সম্পাদক নাজমা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং সেরা বৌমা-শাশুড়ির হাতে শাড়ী তুলে দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদের সহধর্মিণী রেহেনা আজাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, উপজেলা মহিলা দলের সভানেত্রী শিক্ষিকা নুরুন্নাহার নুরি, হাসানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি মনিরুজ্জামান মিলন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাকর, যুগ্ন-সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও ইউপি সদস্য হেকমত আলী, প্রচার সম্পাদক আশফাক রানা প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসানপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল মেহেদী।
সমাবেশে বক্তারা বলেন, বৌমা-শাশুড়ি দ্বন্দ্ব আবহমানকাল থেকে চলে আসছে বাঙালি পরিবারে। বৌমা-শাশুড়িদের মধ্যে ঝগড়া, বৈষম্যমূলক আচারণ ও গৃহবিবাদ অবসানের লক্ষে আজকের এই আয়োজন। বর্তমানে আমাদের সমাজে প্রতিনিয়ত বউ-শাশুড়িদের নিয়ে বিভিন্ন ধরনের নেতিবাচক কথা শোনা যায় এবং তাদের সম্পর্কের ক্ষেত্রে টানাপোড়েন দৃশ্যমান। তবে, এর ব্যতিক্রম যে নেই তা নয়! সমাজের সকল বৌমা-শাশুড়িদের ঝগড়া-বিবাদ, হিংসা-বিদ্বেষ ভুলে একে অপরের প্রতি নিবিড় সেতুবন্ধন সৃষ্টি করার আহবান জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন, হাসানপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার শতশত গৃহবধূ এবং হাসানপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের শতশত নেতাকর্মীবৃন্দ।