February 5, 2025, 9:38 am

সাংবাদিককে মারধরের ঘটনায় পদ হারালেন থানা বিএনপির সাধারণ সম্পাদক

গণমাধ্যমের সাংবাদিক মিনহাজ আমানকে মারধরের ঘটনায় বিএনপির সিদ্ধিরগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, দলবল নিয়ে সাংবাদিক মিনহাজ আমানকে শারীরিকভাবে আঘাত ও লাঞ্ছিত করার অভিযোগে ইকবাল হোসেনের কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলা পরিপন্থি। এ জন্য তাকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সানারপাড় এলাকায় একটি এসি বাসে (আসিয়ান) এ ঘটনা ঘটে। বাসচালক মো. নয়নের অভিযোগ, যানজটের কারণে ঘন ঘন ব্রেক কষার কারণে যাত্রীরা বিরক্ত হচ্ছিলেন। যাত্রীদের মধ্যে থাকা বিএনপি নেতা ইকবাল হোসেন তাকে ধমক দেন এবং পাল্টা প্রতিক্রিয়া দিলে হুমকি দেন।

পরবর্তী পর্যায়ে, সানারপাড়ে বাস থামার পর প্রায় ২৫-৩০ জন কর্মী বাসে হামলা চালায় এবং চালককে মারধর করে। মিনহাজ আমান ঘটনার প্রতিবাদ জানালে তাকেও লাঞ্ছিত করা হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা