February 5, 2025, 4:46 am

২৮ অক্টোবরের খুনিদের বিচারের দাবিতে রামগঞ্জে জামাতের বিক্ষোভ সমাবেশ।

রামগঞ্জ প্রতিনিধি :মোঃ মহিবুল্লাহ ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের তান্ডব ও লগি-বইঠা দিয়ে নির্বিচারে মানুষ হত্যাকারীদের বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জমায়েত ইসলামী রামগঞ্জ উপজেলা। আজ (২৮অক্টোবর) সোমবার বিকাল ২.০০ টায় রামগঞ্জ রাব্বানিয়া কামিল মাদ্রাসা মাঠে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজমুল হাসান পাটোয়ারীর সভাপতিত্বে সেক্রেটারি ইমরান হোসাইনের সঞ্চালনায় পৌরসভার বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য রামগঞ্জ পৌর জামায়াতের সাবেক আমির অধ্যাপক আমিনুল ইসলাম মুকুল।

প্রধান অতিথির বক্তব্যে আমিনুল ইসলাম মুকুল বলেন , ‘ শেখ হাসিনার নির্দেশে সেদিন লগি বৈঠা দিয়ে ২০০৬ সালের ২৮ অক্টোবর জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদেরকে হত্যা করেছিলো। তারা সেদিন হত্যা করে লাশের উপর নৃত্য করেছিলো। তাই ২৮ অক্টোবরের সেই খুনিদের বিচার করতে হবে। এক ২৮ অক্টোবরের বিচার করলেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

সভাপতির বক্তব্যে নাজমুল হাসান পাটোয়ারী বলেন, ‘ লগি বৈঠা দিয়ে আওয়ামী লীগ যে হত্যাকান্ড ঘটিয়েছিলো তা পৃথিবীতে নজিরবিহীন।
২০০৬ সালের ২৮ অক্টোবর শহীদ মুজাহিদ এবং শিপনদের হত্যার মধ্য দিয়ে আওয়ামী জাহিলিয়াত শুরু হয়েছে। ২০২৪ সালে শহীদ আবু সাঈদ এবং মুজাহিদদের হত্যার মধ্য দিয়ে আওয়ামী জাহিলিয়াতের সমাপ্তি ঘটেছে। এদেশের মানুষ আওয়ামী ফ্যাসিবাদকে আর এ দেশে দেখতে চায় না।অবিলম্বে সেই খুনিদের বিচারের আওতায় আনতে হবে। গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন: রামগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির মাষ্টার আবুল হোসেন, রামগঞ্জ পৌর জামায়াতের আমির হাসান বান্ন, পুরো জামায়াতের সেক্রেটারি ইসমাইল ইলিয়াস, উপজেলা সহকারী সেক্রেটারি জাকির হোসেন ও মাস্টার ফয়সাল আহমেদ, জেলা শিবিরের অফিস সম্পাদক আরমান হোসেন প্রমুখ।

এ সময় মিছিল ও বিক্ষোভ সমাবেশে রামগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াত-শিবিরের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা