February 5, 2025, 7:47 am

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শাটডাউন ‘নামক কর্মসূচি পালিত হচ্ছে

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবি জানিয়ে গেল দু সপ্তাহেরও বেশি সময় ধরে আন্দোলন-সংগ্রাম করছে দেশের শিক্ষার্থীরা। একের পর এক কর্মসূচির পর বৃহস্পতিবার দেশব্যাপী ‘কমপ্লিট শাটডাউন ‘ নামক কর্মসূচি পালিত হচ্ছে। দেশের অন্যান্য স্থানের মতো নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জেও স্কুল-কলেজের শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন কঠোর অবস্থানে।

সকালে সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড বিদ্যুৎ অফিসের সামনে একটি মটর সাইকেলে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। ।

সরেজমিনে গিয়ে দেখাযায় ,কয়েক হাজার শিক্ষার্থী কোটা সংস্কার দাবিতে বিভিন্ন স্লোগানে মহাসড়ক অবরোধ করে রাখে। সকাল থেকে শুরু করে এ নিউজ লিখা পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও শিমরাইল আদমজী চাষাঢ়া সড়কে অবরোধ করে তারা।।

আন্দোলনরত শিক্ষার্থী কয়েক জন বলেন, আমরা দাবি আদায়ের জন্য নেমেছি, কোনো প্রকার বিশৃঙ্খলা করার জন্য না। ছাত্রলীগের পোলাপান শিমরাইলের বিভিন্ন স্থানে অবস্থান করছে। আমরা কাউকে ভয় করি না।

আরেক শিক্ষার্থী বলেন, আমাদের ভাইদের রক্ত ঝরেছে আমরা তার বিচার চাই। আমরা যৌক্তিক আন্দোলন করছি। আমরা রাজাকার নই, আমরা স্টুডেন্ট।

মহাসড়কে অবস্থানরত সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেছেন, কোমলমতি শিক্ষার্থীরা সড়কে নেমে। আমরা তাদের বুঝিযাচ্ছি চলে যাওয়ার জন্য ।আমরা সড়কে রয়েছি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা