নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার কাঁচপুর এলাকায় মনোহরদী পরিবহনে যাত্রী মোঃ মমিন হোসেনের কাছ থেকে ছিনতাইকালে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কাঁচপুর হাইওয়ে -থানা-পুলিশ।
গ্রেপ্তারকৃত ছিনতাইকারী মোঃ মোক্তার গ্রেপ্তারের সময় তাঁর হেফাজত থেকে ছিনতাইকৃত ৪৬,৫০০ শত টাকা উদ্ধার করা হয়।
বাকী পলায়নকৃত ছিনতাইকারীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এ ঘটনায় ভিকটিমের অভিযোগের পরিপ্রেক্ষিতে কাঁচপুর হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়।