জমকালো আয়োজনের মধ্য দিয়ে দায়িত্বশীলদের দৈনিক দেশ রুপান্তরের পাঁচ পূরন প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে ।
সোমবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ তাজমহল চাইনিজ রেস্টুরেন্ট এ আয়োজন করা হয়েছে।
প্রতিনিধি সোহেল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে র্যাব-১১ অতিরিক্ত পুলিশ সুপার সনদ বড়ুয়া, সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান , সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, কাউন্সিলর আনোয়ার ইসলাম উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন, সিমরাইল পুলিশ বক্স এর টি আই প্রশাসন শরফুদ্দিন, আনন্দ টিভির জেলা প্রতিনিধি লিংকন, আনন্দ টিভির সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি গাজী মোহাম্মদ সোহেল, দৈনিক যুগান্তরের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি হোসেন চিশতী শিপলু, মোহনা টিভি র জেলা প্রতিনিধি আজমির, বাংলা টিভির জেলা প্রতিনিধি বাবলু, আমাদের সময়ের নারায়ণগঞ্জ প্রতিনিধি ইমরান আলী সজীব, নয়া দিগন্তের জেলা প্রতিনিধি রিপন মাহমুদ আকাশ, কালের কন্ঠের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি আসাদুজ্জামান নুর, এশিয়ান টেলিভিশনের ফারুক হোসেন হৃদয়, বিজনেস বাংলাদেশের জেলা প্রতিনিধি এসকে মাসুদ রানা জনবানীর নাদিমসহ অনেকে।