ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান আবেদ আলী বলেন, নির্বাচনে ৬০-৭০ শতাংশ ভোট গ্রহণ হলে নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সব দলের অংশগ্রহণে না হলেও সাধারণ মানুষ নির্বাচনমুখী বলে মনে করছে ইলেকশন মনিটরিং ফোরাম। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ইলেকশন মনিটরিং ফোরাম এ কথা বলে।
বেশ কয়েকটি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থার
মোর্চা ‘ইলেকশন মনিটরিং ফোরাম’ নিয়ে বিতর্ক
আছে। এর চেয়ারম্যান আবেদ আলী। গত জাতীয়
সংসদ নির্বাচনে আবেদ আলীর আরেকটি সংগঠন
‘সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’ অনভিজ্ঞ কয়েকজন বিদেশি নাগরিককে পর্যবেক্ষক হিসেবে নিয়ে এসে বেশ সমালোচিত হয়েছিল।
লিখিত বক্তব্যে ইলেকশন মনিটরিং ফোরামের
পরিচালক আবদুল জব্বার বলেন, ‘বিশ্লেষকদের
মতে, এই নির্বাচন সব দলের অংশগ্রহণে না হলেও
সাধারণ মানুষ নির্বাচনমুখী।’
এতে উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার
ফাউন্ডেশনের সভাপতি ও আপিল বিভাগের সাবেক বিচারপতি ছিদ্দিকুর রহমান, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য হাবিবুর রহমান সাবেক নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ প্রমুখ।