October 7, 2024, 9:40 pm

জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানীর হত্যাকান্ডের প্রতিবাদে ও খুনীদের ফাঁসির দাবিতে কেশবপুরে মানববন্ধন অনুষ্ঠিত

শামীম আখতার মুকুল : যশোরের কেশবপুরে জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম এর হত্যাকান্ডের প্রতিবাদে ও খুনীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর প্রেসক্লাবের আয়োজনে ১৮ জুন (রবিবার) বিকেলে পৌর শহরের ত্রিমোহিনী মোড় চত্বরে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধন অনুষ্ঠানে কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আজিজুর রহমান, ওয়াজেদ খান ডাবলু, যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ফুয়াদ, উৎপল দে, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শেখ শাহীনুর ইসলাম, সদস্য দিলীপ মোদক, নুরুল ইসলাম খান।

এসময় উপস্থিত ছিলেন, কেশবপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, কোষাধ্যক্ষ শামসুর রহমান, নির্বাহী কমিটির সদস্য শাহিনুর রহমান, মেহেদী হাসান জাহিদ, আব্দুল করিম, সদস্য এহশানুল হোসেন তাইফুর, পরেশ দেবনাথ, আব্দুল মোমিন, কামরুজ্জামান রাজু, ওলিয়ার রহমান, সুশান্ত মল্লিক, সোহেল পারভেজ, স্বাধীন মোহাম্মদ আবদুল্লা, আলমগীর হোসেন, মাছুম বিল্লাহ, বিল্লাল হোসেন প্রমূখ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা