February 5, 2025, 10:39 am

কেশবপুরে বখাটে ছেলের মারপিঠে সৎ মা ও ছোট ভাই আহত

শামীম আখতার মুকুল এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত :যশোরের কেশবপুরে পারিবারিক কলহের জের ধরে মাদকাসক্ত, বখাটে ছেলের মারপিটে সৎ মা ও ছোট ভাই গুরুত্বর আহত হয়েছে। ২৪ ফেব্রুয়ারী (শুক্রবার) সকালে ঘটনাটি ঘটেছে পৌর শহরের সাবদিয়া অফিসপাড়া এলাকায়। আহতরা কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। মাদকাসক্ত পুত্রের বিরুদ্ধে থানায় মামলা করবেন বলে জানান আহতরা। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসী ও আহতদের সূত্রে জানা গেছে, কেশবপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবদিয়া অফিসপাড়ার বাসিন্দা হাসেম আলীর প্রথম স্ত্রীর ছেলে বখতিয়ার খালিদ অনতু (২৩) শুক্রবার সকালে তার সৎ মা মাহমুদা খাতুন (৩৫) এবং ছোট ভাই মাহবুব খালিদ অপুকে (১৩) কে লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারপিট করে রক্তাক্ত জখম করে। মাহমুদা খাতুনের মাথা, হাত, পা এবং অপুর মাথায় মারাত্মক জখম হয়েছে। এছাড়াও গত বধুবার সন্ধ্যায় পিতা হাসেম আলী (৫২) কে পিটিয়ে মারাত্মক আহত করে মাদকাসক্ত ছেলে অনতু।
হাসপাতালে চিকিৎসাধীন মাহমুদা খাতুন জানান, অনতু হঠাৎ করে ঘর বের হয়ে পিছনের দিক থেকে হামলা চালিয়ে বেধড়ক মারপিট করতে থাকে, ওইসময় আমার ছোট ছেলে ঠেকানোর জন্য এগিয়ে গেলে তাকেও মারপিট করে গুরুত্বর আহত করে। তবে, কি কারণে আমাদের মারপিট করেছে সেটার সঠিক কারণ আমি বলতে পারছিনা।
ছেলের হাতে আহত হওয়া হাসপাতালে ভর্তি হাসেম আলী বলেন, আমার প্রথম স্ত্রীর ছেলে অনতু। বুধবার সন্ধ্যার আগমুহূর্তে বাড়িতে আসবাপত্র ভাংচুর করতে থাকে, বাঁধা দেওয়ায় আমাকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। সেই থেকেই আমি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছি। আজ শুক্রবার সকালে আমার দ্বিতীয় স্ত্রী ও ছোট ছেলেকে বেধড়ক মারপিট করে মারাত্মক আহত করেছে।
তিনি আরো বলেন, আমার ছেলে মাদকাসক্ত এবং অস্ত্রধারী। টাকার জন্য বাড়িতে প্রায় সময় ঝগড়া-বিবাদ করে। তার কাছে চাইনিজ কুড়াল আছে, সেটা আমি নিজেই দেখেছি। সবমসময় বখাটে ছেলেদের সাথে চলাফেরা। ওর ভয়ে আমি ও আমার পরিবারের লোকজন সবসময় আতঙ্কের মধ্যে থাকি। আমাকে ছেড়ে চলে যাওয়া অনতুর নিজের মাকে বাসায় ফিরিয়ে আনার জন্য আমাদের উপর পরিকল্পিত হামলা চালিয়ে মারপিট করে গুরুত্বর আহত করেছে। বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছেলের বিরুদ্ধে থানায় একটি মামলা করবো।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান বলেন, মারপিটে মা-ছেলে আহত হওয়ার ঘটনায় এখনো পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা