February 5, 2025, 7:50 am

সিদ্ধিরগঞ্জের হাজেরা মার্কেটে তিতাসের অভিযানে তিনটি কারখানে সিলগালা সহ দুই লক্ষ টাকা জরিমানা ।

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ সিদ্ধিরগঞ্জে পাচটি (৫) কারখানাকে সিলগালা ও নগদ অর্থ জরিমানা করে অবৈধ গ্যাসংযোগ বিচ্ছিন্ন করে তিতাস । এরমধ্যে তিনটি কারখানাকে সিলগালা, সোনালী ব্যান্ডের কয়েল কারখানাকে দুই লক্ষ টাকা জরিমানা। একটি খানাডুলির কারখানা গ্যাসের সংযোগ বিছিন্ন করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান এর নেতৃত্বে বুধবার (৩১ আগস্ট ) সকাল থেকে বিকাল পর্যন্ত মিজমিজি হাজেরা মার্কেট এলাকায় এঅভিযান চালানো হয়।
এবিষয়ে প্রকৌশলী মোহাম্মদ সাকির আহমেদ বলেন, এই কারখানা গুলোর গ্যাস সংযোগ অবৈধ থাকায় তাদের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি। এঅভিযান চলমান থাকবে। সিরামিক, ডাইং, কয়েল, ও খানাডুলি সহ মোট ৫টি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপক (জোবিঅ) উপব্যবস্থাপক মামুনুর রশীদ, নারায়ণগঞ্জের প্রকৌশলী মোহাম্মদ সাকির আহামেদ,
টেকনিশিয়ান , মোঃ শরিফ হোসেন,সামসুউদ্দিন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা