February 5, 2025, 4:56 am

সিদ্ধিরগঞ্জে বহুতল বভন থেকে পরে শ্রমিকের মৃত্যু

,সিদ্ধিরগঞ্জ (১০’জুলাই ২২’ইং বুধবার) ঃ সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন একটি দশতলা ভবনের ৭’তলা থেকে লিফটের অংশ দিয়ে পড়ে ফাহিম নামে এক শ্রমিকের ঘটনাস্থলেই মৃত্যু। গতকাল বুধবার দুপুর সাড়ে ১২’টার দিকে থানার নাসিক ৫নং ওয়ার্ড আইয়ুবনগর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনা ধামাচাপা দিতে পুলিশকে না জানিয়ে নিহতের পিতাকে আর্থিক সহায়তার মিথ্যা আশ্বাস দিয়ে লাশ গ্রামের বাড়ীতে নিয়ে যাওয়ার চেষ্টা চালায় ঠিকাদারের লোকজন। ভবনটিতে নিরাপত্তা নিশ্চিত না করেই কাজ করার অভিযোগ স্থানীয়দের।
নিহত ফাহিম(১৪) কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার তারাচু গ্রামের মো: মনিরের ছেলে। বর্তমানে সিদ্ধিরগঞ্জ মিজমিজি পাগলাবাড়ী এলাকার দুলাল মিয়ার বাড়ীর ভাড়াটিয়া।
ভবনটির মালিক সিদ্ধিরগঞ্জ বিদুৎ কেন্দ্রে প্রকৌশলী আমিনুলসহ ১৮’জন। নির্মাণ কাজ করছেন ঠিকাদার মো: ইকবাল হোসনের মালিকানাধীন ইমন কন্ট্রাকশন প্রতিষ্ঠান। ঘটনার পর পুলিশকে না জানিয়ে নিহতের পিতাকে আর্থিক সহযোগীতার প্রলোভন দেখিয়ে লাশ নিজ বাড়ীতে পাঠিয়ে দেওয়ার চেষ্টা চালায় ভবন মালিক ও ঠিকাদারের লোকজন। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক নিহতের ভাড়া বাড়ীতে গিয়ে এভাবে লাশ নিতে নিষেধ করেন। অনেক দেনদরবারের পর নিহতের পিতার কোন অভিযোগ নেই নিশ্চিত হওয়ায় আইনী প্রক্রিয়া শেষ করে বিকেলে লাশ নিয়ে বাড়ীতে যাওয়া হয়।
ঠিকদার ইকবাল হোসেন বলেন, সিমেন্টসহ বিভিন্ন রাবিশ পরিস্কার করে লিফটের অংশ দিয়ে নিচে ফেলার সময় ফাহিম পা পসকে নিচে পড়ে মারা গেছে।
এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান পিপিএম বার বলেন, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় অপমৃত্যুর মামলা হবে। তবে শ্রমিকের মৃত্যুতে ভবন মালিন বা কর্তৃপক্ষের অবহেলা আছে কিনা খতিয়ে দেখা হবে।#####

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা