October 7, 2024, 7:48 pm

কেশবপুরে বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের উদ্বোধন

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুন) দুপুরে বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে ও কেশবপুর উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ওই বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের শুভ উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার এম এম আরাফাত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান।

অনুষ্ঠানে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আসাদুজ্জামান সভাপতিত্ব করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা অধ্যাপক মছিহুর রহমান, সভাপতি মোঃ শহিদুল আলম, সাধারণ সম্পাদক প্রভাষক জামশেদ আলী, কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান টুলু, প্রভাষক আসাদুজ্জামান, সদস্য প্রভাষক সেলিনা খাতুন, রেজাউল ইসলাম, আবুল হাসান, উত্তম কুমার দাস, দিলরুবা সুলতানা, রুকনুজ্জামান, আব্দুস সাত্তার, রমেশ চন্দ্র প্রমুখ।
এছাড়াও বিজ্ঞান ক্লাবের ৫০ জন ক্ষুদে বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা