শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) কেশবপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে বুধবার (২৪ মে) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।
বাঘারপাড়া উপজেলা আনছার ও ভিডিপি কর্মকর্তা শাহিনা আক্তারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী।
বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী যশোর জেলা কমান্ড্যান্ট সনজয় কুমার সাহা, কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শুভ্র প্রকাশ দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার সাদেক।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা আনছার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ সখিনা খাতুন।
সমাবেশ শেষে সাফল্য অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।