প্রেস বিজ্ঞপ্তি ঃ২৯/০৪/২০২২ খ্রি. তারিখে গোপন সংবাদের ভিত্তিতে মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক, যুগ্ম-পরিচালক-২ মহোদয় এবং শিফট ইনচার্জ উপ-পরিচালকের সার্বিক তত্ত্বাবধানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সি-শিফটের কাস্টমস গোয়েন্দা দল এয়ারপোর্টের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে দুবাই হতে EK584 ফ্লাইটে আগত যাত্রীদের নজরদারিতে রাখে। ইমিগ্রেশন সম্পন্ন হবার পর গোপন সংবাদের তিনজন যাত্রীকে সনাক্ত করা হয় এবং তাদেরকে গ্রীন চ্যানেলে এনে হ্যান্ড লাগেজ তল্লাশি করে প্রত্যেক জনের কাছে ০২ টি করে গোল্ডবার (২৩২ গ্রাম) এবং ৯৯ গ্রাম করে স্বর্ণালংকার পাওয়া যায়। যাত্রীদের নিকট ব্যাগেজ সুবিধার অতিরিক্ত স্বর্ণ আছে কিনা তা জিজ্ঞাসা করলে তারা অতিরিক্ত স্বর্ণ থাকার কথা অস্বীকার করে। পরবর্তীতে আর্চওয়েতে তাদের দেহ তল্লাশীর সময় মৃদু শব্দ অনুভূত হওয়ায় তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা তাদের রেক্টামে স্বর্ণ থাকার কথা স্বীকার করে। বিমানবন্দরে বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে প্রত্যেক যাত্রী তাদের রেক্টাম থেকে স্কচটেপে মোড়ানো অবস্থায় ৮৮০ গ্রাম করে স্বর্ণের পেস্ট বের করে দেয়। যাত্রী তিনজনের সমুদয় স্বর্ণ অর্থাৎ ৩৬৩৩ গ্রাম (প্রত্যেক জনের কাছে ১২১১ গ্রাম) স্বর্ণ আটক করা হয়েছে যার আনুমানিক বাজারমূল্য ২,৫৪,৩১,০০০/- টাকা। যাত্রী তিনজনকে আসামী করে ঢাকা বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।