অভিনন্দন ও ফুলেল শুভেচছা…….. চাঁদপুর জেলাধীন মতলব দঃ উপজেলার ৫নং উওর উপাদী ইউনিয়নের ঐতিহ্যবাহী উপাদি গ্রামের সর্বজন শ্রদ্ধেয় মরহুম মোঃ ইউসুফ আলী বকাউলের সুযোগ্য মেয়ে, মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মাহবুব আলী বাদল মামার ছোট বোন,সম্পর্কে আমার ভাগ্নী, সর্বোপরি……. ঐতিহ্যবাহী বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের
প্রাক্তন মেধাবী ছাত্রী, আমাদের সকলের গর্ব…….
“সৈয়দা সালমা জাফরিন” ( লিপি)………. বর্তমানে পানি সম্পদ মন্ত্রনালয়ে কর্মরত অবস্হায় আজ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (Additional Secretary) পদে পদোন্নতি পেয়েছেন।
আমরা তাঁর কর্মময় জীবনের সফলতা কামনা করি।
মহান আল্লাহতালা যেন আগামীদিনে, বিগতদিনে যেভাবে তাঁর স্বীয় দায়িত্ব পালনের পাশাপাশি বিশেষ করে, এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান সহ সার্বিক উন্নয়নে আরও বেশী ভূমিকা পালন করার তাওফিক দান করুন……….. আমিন।