February 5, 2025, 6:58 am

নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্কে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে কেএমপি’র অতিরিক্ত পুলিশ সুপারের মতবিনিময়

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) খুলনা মেট্রোপলিটন পুলিশে (কেএমপি) নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্কে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ মার্চ (সোমবার) বিকেলে কেএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।

নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্কে কর্মরত কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠানে কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম সভাপতিত্ব করেন।
উক্ত মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্কে কর্মরত কর্মকর্তাদের থানায় আগত সেবা প্রত্যাশীদের সর্বোচ্চ আন্তরিকতার সহিত সেবা প্রদানের জন্য দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহসান শাহ; ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ কামরুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন) আতিক আহমেদ চৌধুরী, সহকারী পুলিশ কমিশনার (খালিশপুর জোন) মোঃ হুমায়ুন কবির, সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর জোন) মোঃ আবু জাফর-সহ অফিসার ইনচার্জবৃন্দ এবং নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেস্কে কর্মরত কর্মকর্তাবৃন্দ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা