February 5, 2025, 6:39 am

স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর সেচ্ছাসেবক লীগের শ্রদ্ধাঞ্জলি

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ আজ ৫২ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে নতুন রাষ্ট্র হিসেবে আত্ম প্রকাশ ঘটেছিল একটি সার্বভৌমত্ব ভূখণ্ডের যার নাম বাংলাদেশ। একাত্তরের ২৬ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ রহমানের স্বাধীনতা ঘোষণার পর মুক্তিযুদ্ধে বীরমুক্তি যোদ্ধাদের বীরত্বের আত্ম প্রকাশ করেন,তাদের সম্মান ও শহিদের প্রতি নারায়ণগঞ্জ জেলা পাটি অফিসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শনিবার সকাল ১০ টার সময় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর সেচ্ছাসেবক লীগের সদস্যবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি করেন ।

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর সেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক, নিজাম উদ্দিন আহমেদ, সাবেক যুগ্ন আহবায়ক, হাজী শফিকুল ইসলাম শফিক, গোলাম কিবরিয়া খোকন, সাবেক সদস্য আহবায়ক কমিটির, কায়কোবাদ রুবেল, রফিকুল ইসলাম মিন্টু, মো আল আমিন, মারুফুল ইসলাম মহসিন, আবু তালেব শ্যামল,খোকন ভান্ডারী,আতিকুর রহমান, মোঃ সজিব, বন্দর উপজেলা সেচ্চাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলী,জেলাসদস্য,মোঃমিলন,মোঃজামাল,মোঃরাজু,মোঃহাসান,মোঃ মানিক,প্রকৌশলী মোঃহাসানুজ্জামান সহ আরও নেতাকর্মী ছিলেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা