February 5, 2025, 4:07 am

কেরাণীগঞ্জ হতে ১৯৫ বোতল ফেনসিডিল ও ০৬ কেজি গাাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি :গত ১৪ ডিসেম্বর ২০২১ খ্রিঃ আনুমানিক ১৯:৫৫ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন বাঘাপুর টোলপ্লাজা এলাকায় একটি অভিযান পরিচালনা করে ১৯৫ বোতল ফেনসিডিল ও ০৬ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ আঃ রহমান (৩২) ও ২। মোঃ রনি (২১) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি মাইক্রোবাস, ০৩টি মোবাইল ফোন ও নগদ- ১,১০০/- (এক হাজার একশত) টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ সীমান্তবর্তী জেলাসমূহ হতে ফেনসিডিল ও গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা