সিদ্ধিরগঞ্জের আদমজী নগরে অবস্থিত র্যাব-১১’র অভিযানে ৩’কেজী গাঁজাসহ ২’মাদক ব্যবসায়ী গ্রেফতার। বৃহস্পতিবার ভোরে ফতুল্লা মডেল থানার দক্ষিণ নয়ামটি ভাবীরবাজার এলাকা থেকে ধৃতদের গ্রেফতার করা হয়। র্যাব বাদী হয়ে ধৃতদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের পূর্বক ফতুল্লা মডেল থানায় হস্থান্তর করে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১’র একটি আভিযানিক দল জেলার ফতুল্লা মডেল থানার দক্ষিণ নয়ামটি ভাবীরবাজার এলাকায় অভিযান চালায়। উক্ত অভিযানে মাদক ব্যবসায়ী মোঃ ইমতিয়াজ হোসেন @ কালু (৩২) ও মোঃ আশিক (৩০কে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে সাড়ে ৩’কেজি গাঁজা উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার র্যাব বাদী হয়ে ধৃতদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের পূর্বক ফতুল্লা মডেল থানায় হস্থান্তর করে। র্যাব আরো জানায়, গ্রেফতারকৃত আসামী মোঃ ইমতিয়াজ হোসেন কালু @ কালু নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন দক্ষিণ নয়ামটি ভাবীর বাজার এলাকার মৃত আঃ রাজ্জাকের ছেলে এবং অপর আসামী মোঃ আশিক হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন মনিকা বাজার এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে। গ্রেফতারকৃতরা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে নারায়ণগঞ্জ জেলা ও এর আশেপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১’র অভিযান অব্যাহত থাকবে। #######