February 12, 2025, 2:21 pm

সংবাদ প্রকাশ করায় নওগাঁয় সাংবাদিককে হত্যার হুমকি

নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় কর্মরত সাংবাদিককে মুজাহিদ হোসেন কে হত্যা হুমকির অভিযোগ উঠেছে। প্রকাশিত সংবাদের জের ধরে নওগাঁর বদলগাছী উপজেলার বিলাসবাড়ী ইউনিয়নে দেওকুড়ি গ্রামের আঃ রহমানের ছেলে মান্নান কবিরাজ এ হুমকি দেন।

জানা গেছে, নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় দিন দিন অপচিকিৎসা ও ভণ্ড কবিরাজদের প্রতারণা বেড়ে চলেছে। আবার কেউ গোণা পড়ার নামে মিথ্যা অভিনয় ও কৌশলে সাধারণ মানুষদের কাটছে পকেট। আবার কেউ কেউ এদের থেকেও অনেক উপরে। বিশেষজ্ঞ ডাক্তার যে সব রোগীর চিকিৎসা করতে ব্যর্থ সেসব রোগীর পরিবারের মানুষদের বিভিন্ন টোটকা জাদু দেখিয়ে রোগী ভালো করার জন্য বেহুলার গান দিয়ে হাতিয়ে নিচ্ছে এক নাইট ৫০ হাজার থেকে ৮০ হাজার টাকা। সেই সাথে মুসলমানদের ঈমান নষ্ট করছে এবং মুসলমানদের পূজা করতে বাধ্য করছে। নিজ জেলা ও উপজেলা সহ পার্শ্ববর্তী জেলা ও উপজেলায় প্রতিনিয়ত কোনও না কোন স্থানে অসুখ ভাল করার নামে মুসলমানের বাড়ীতে বেহুলার গান চলায় ঐ সব ভন্ড কবিরাজ। বর্তমানে বাংলাদেশ সরকার মানুষের শত ভাগ স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য চিকিৎসকরা দিনরাত্রী নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। কিন্ত এই সব ভন্ড প্রতারক কবিরাজরা গ্রামের সাধারন মানুষদের ভুল বুঝিয়ে চিকিৎসার নামে প্রতারনা করছে। কবিরাজদের ফাঁদে পড়ে প্রতারিত আর সর্বশান্ত হচ্ছেন হাজারো মানুষ। বদলগাছী উপজেলার বিলাসবাড়ী ইউনিয়নের দেওকুড়ি গ্রামের মোঃ আঃ রহমানের ছেলে মোঃ মান্নান কবিরাজ সহ কয়েক জন কবিরাজ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। কবিরাজের নাম ধরে সংবাদ প্রকাশ করায় জাতীয় বদলগাছী মডেল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদ হোসেন কে মান্নান কবিরাজ চাকু দিয়ে জবাই করবে বলে হত্যার হুমকির বার্তা প্রদান করেন যা কল রেকর্ডে প্রমান রয়েছে।

এ ঘটনায় নওগাঁ জেলায় কর্মরত প্রিন্ট, অনলাইন ও টেলিভিশন সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করে হুমকি দাতার শাস্তির দাবি করেছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা