এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ ;নারায়ণগঞ্জ সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপজেলা নির্বাহী অফিসার এসএম ফয়েজ উদ্দিন বলেন, এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পূর্ণ হওয়ার লক্ষে প্রতিটি ভোট কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় আনা হচ্ছে। গুরুত্বপূর্ণ সড়ক, মহল্লা গুলোতে লাইট স্হাপনের ব্যবস্থা করা হচ্ছে।
আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাং নিমূলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান। ইউএনও বলেন সামনে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে যদি কেউ সন্ত্রাসী কর্মকান্ড করার চেষ্টা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এজন্য তিনি পুলিশ প্রশাসন ও স্হানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা করার আহব্বান করেন। এছাড়াও সমাজের অশ্লিলতা বন্ধে বাউল আড্ডা বন্ধে পুলিশকে নির্দেশ দেন। পরে তিনি একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার লক্ষে সকলের সহযোগিতা কামনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার এসএম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, সহকারী কমিশনার (ভূমি) ফতুল্লা মোহাম্মদ আসাদুজ্জামান নূর, উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী, পিআইও পবিএ চন্দ্র প্রমুখ।