January 15, 2026, 4:52 pm

খাগড়াছড়ির ২০৩ ভোটকেন্দ্রের মধ্যে ১৮৫টি ঝুঁকিপূর্ণ

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :খাগড়াছড়ি জেলায় এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১৮৫টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৬৩টি কেন্দ্র ‘অধিক ঝুঁকিপূর্ণ’ বলে জানিয়েছে জেলা নির্বাচন অফিস।

জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন জানান, পুলিশের বিশেষ শাখা (ডিএসবি)-এর পর্যবেক্ষণের ভিত্তিতে কেন্দ্রগুলো চিহ্নিত করা হয়েছে। শান্তিপূর্ণ ভোটগ্রহণে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পুলিশ সুপার সায়েম মির্জা সায়েম মাহমুদ বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন, টহল জোরদার ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, খাগড়াছড়িতে মোট ভোটার ৫ লাখ ৫৪ হাজার ১১৪ জন।

এই বিভাগের আরও খবর


ধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু

ফেসবুকে আমরা