February 5, 2025, 6:52 am

এ্যাম্বুলেন্সের আড়ালে মাদক ব্যবসা, ৩৯ কেজি গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ॥

প্রেস রিলিজ ঃগোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গত ০৮ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিঃ বিকালে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন বিশনন্দী ফেরীঘাটে চেকপোষ্ট স্থাপন করে ৩৯ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত এ্যাম্বুলেন্সসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলো- এ্যাম্বুলেন্স ড্রাইভার ০১। মোঃ সাইদুল (৩২), পিতা- শাহ আলম, সাং- গানিয়ারচর, থানা-হোমনা, জেলা- কুমিল্লা এবং ০২। মুন্না হোসেন @ সহিদ (২৫), পিতা- আলী হোসেন, সাং- পশ্চিমগাও, থানা-লাকসাম, জেলা-কুমিল্লা।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী ১। মোঃ সাইদুল (৩২) ও ২। মুন্না হোসেন @ সহিদ (২৫) আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ এ্যাম্বুলেন্সের মাধ্যমে রোগীর পরিবর্তে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নারায়ণগঞ্জ ও এর আশ-পাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে। মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাচাঁতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১১,মিডিয়া অফিসার সহকারী পরিচালক এএসপি
মোঃ রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা