মো:মাজেদুল ইসলাম (মামুন)লালমনিরহাট জেলা প্রতিনিধি :
লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩ এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) র্যাব-১৩ সিপিএসসি, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নে অভিযান পরিচালনা করে। এসময় ওই নারী মাদক ব্যবসায়ীর হেফাজত থেকে ৩১১ বোতল এসকাফ সিরাপ, ৯৮ বোতল ফেনসিডিল ও ১৩৩ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মোট সংখ্যা ৫৪২ বোতল।
গ্রেফতারকৃত নারী দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে র্যাব-১৩ সিপিএসসি, রংপুরের পক্ষ থেকে শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।
র্যাব জানায়, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।