January 15, 2026, 3:03 pm

সূচনা আইডিয়াল কিন্ডারগার্টেন-এর সুধী সমাবেশ অনুষ্ঠিত।

মো:মাজেদুল ইসলাম (মামুন)লালমনিরহাট জেলা প্রতিনিধি:
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ভাটিবাড়ি (কোদাল খাতা রোড) টাওয়ার মোড়ে অবস্থিত সূচনা আইডিয়াল কিন্ডারগার্টেন-এর উদ্যোগে ২০ ডিসেম্বর ২০২৫ ইং বিকাল ৪ টায় এক সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে।

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন,জনাব:
আশীষ কুমার রায়,
প্রতিষ্ঠাতা পরিচালক,
অধ্যক্ষ সুচনা আইডিয়াল কিন্ডারগার্টেন,লালমনিরহাট।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জনাব মো: আব্দুস সালাম,
সাবেক প্যানেল মেয়র, সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপি ও সাধারণ সম্পাদক,
পৌর বিএনপি, লালমনিরহাট জেলা।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
জনাব:শিবেন্দ্রনাথ কার্জি (শিবু), প্রভাষক, সাপ্টিবাড়ি ডিগ্রি কলেজ ও যুগ্ম সাধারণ সম্পাদক,জেলা বিএনপি লালমনিরহাট।
উপস্থিত ছিলেন জনাব:
রমেশ চন্দ্র বর্মন,
সাবেক শিক্ষক,কবি শেখ ফজলল করিম উচ্চ বিদ্যালয়,লালমনিরহাট।

সমাবেশে বক্তারা বলেন, মানসম্মত শিক্ষা জাতির মেরুদণ্ড। একটি শিক্ষিত ও নৈতিকতাসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে কিন্ডারগার্টেন পর্যায়ের শিক্ষার গুরুত্ব অপরিসীম। সূচনা আইডিয়াল কিন্ডারগার্টেন এলাকার শিশুদের সঠিক শিক্ষা ও মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমাবেশটি সৌহার্দ্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সফলভাবে সম্পুর্ণ হয়।

এই বিভাগের আরও খবর


ধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু

ফেসবুকে আমরা