January 15, 2026, 4:49 pm

ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন কর্তৃক গুণীজন সম্মাননা পেলেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

নিজস্ব প্রতিনিধ :১০ই ডিসেম্বর “আন্তর্জাতিক মানবাধিকার দিবস” উপলক্ষে ” ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন” এর উদ্যোগে
“বিশ্ব মানবাধিকার, টেকসই উন্নয়ন ও সার্বজনীন নিরাপত্তা: বৈশ্বিক চ্যালেঞ্জ ও অর্জনের সামগ্রিক পর্যালোচনা” শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সন্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আয়োজনে অনলাইন নিউজ পোর্টাল Biddyut Times এর সম্পাদক ও প্রকাশক এস,এম,জহিরুল ইসলাম বিদ্যুৎ কে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সন্মাননা স্মারক প্রদান করা হয়।

১০ ডিসেম্বর বুধবার বিকেল ৫ ঘটিকায় মাসদাইর স্কাই কিচেন রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. ফজলুল হক রুমন রেজা- অধ্যক্ষ- নারায়নগঞ্জ কলেজ। এ সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন : মু. জালাল উদ্দিন নলুয়া- আজীবন সদস্য, বাংলা একাডেমি।
ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন এর চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর অ্যাডভোকেট শাহানাজ জামান এর সভাপতিত্বে ও ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের মহাসচিব সাফায়েত সারদীন – এর সঞ্চালনায় এ সময়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – সাব্বির আহমেদ সেন্টু, (সম্পাদক-প্রকাশক) দৈনিক বিজয় পত্রিকা; উপদেষ্টা, VSHRO, ড. মো: নাজমুল হুসাইন সৌরভ – মেডিকেল অফিসার, অর্থপেডিক ও ট্রমা বিভাগ, ইউ এস বাংলা মেডিকেল কলেজ; উপদেষ্টা, VSHRO, মো: মু্‌হসিন দেওয়ান; (সম্পাদক-প্রকাশক), দৈনিক দেশজুড়ে সংবাদ, ইঞ্জিনিয়ার আফজাল হোসেন তপন; ভাইস চেয়ারম্যান, VSHRO,অ্যাডভোকেট ফারহানা আক্তার, সভাপতি-মুন্সিগঞ্জ জেলা, নারী ও শিশু বিষয়ক সম্পাদক- কেন্দ্রীয়, VSHRO,শহীদুল্লাহ রাসেল, (প্রকাশক-সম্পাদক) জাগো নারায়ণগঞ্জ ২৪.কম,মো: ইব্রাহিম খলিল,(সম্পাদক-প্রকাশক), দৈনিক সচেতন বাংলাদেশ ও নিউজ টু নারায়নগঞ্জ,এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ; (সম্পাদক-প্রকাশক), বিদ্যুৎ টাইমস।
আরও উপস্তিত ছিলেন:- মো. রবিউল আলম; সাংগঠনিক সম্পাদক (কেন্দ্রীয়), VSHRO, মঞ্জুর আহমেদ মুন্না; ত্রান- পুনর্বাসন বিষয়ক সম্পাদক (কেন্দ্রীয়), VSHRO,মো: মতিউর রহমান মুক্তি; উপদেষ্টা, VSHRO, তাজুল ইসলাম; কোষাধ্যক্ষ, VSHRO, আরিফ আহমেদ নিপু, সিনাফি, শামিম, রাব্বি, আবু জায়েদ; কার্যকরী পরিষদের সদস্য, VSHRO আরও প্রমুখ।

এই বিভাগের আরও খবর


ধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু

ফেসবুকে আমরা