নিজস্ব প্রতিনিধ :১০ই ডিসেম্বর “আন্তর্জাতিক মানবাধিকার দিবস” উপলক্ষে ” ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন” এর উদ্যোগে
“বিশ্ব মানবাধিকার, টেকসই উন্নয়ন ও সার্বজনীন নিরাপত্তা: বৈশ্বিক চ্যালেঞ্জ ও অর্জনের সামগ্রিক পর্যালোচনা” শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সন্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আয়োজনে অনলাইন নিউজ পোর্টাল Biddyut Times এর সম্পাদক ও প্রকাশক এস,এম,জহিরুল ইসলাম বিদ্যুৎ কে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সন্মাননা স্মারক প্রদান করা হয়।
১০ ডিসেম্বর বুধবার বিকেল ৫ ঘটিকায় মাসদাইর স্কাই কিচেন রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. ফজলুল হক রুমন রেজা- অধ্যক্ষ- নারায়নগঞ্জ কলেজ। এ সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন : মু. জালাল উদ্দিন নলুয়া- আজীবন সদস্য, বাংলা একাডেমি।
ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন এর চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর অ্যাডভোকেট শাহানাজ জামান এর সভাপতিত্বে ও ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের মহাসচিব সাফায়েত সারদীন – এর সঞ্চালনায় এ সময়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – সাব্বির আহমেদ সেন্টু, (সম্পাদক-প্রকাশক) দৈনিক বিজয় পত্রিকা; উপদেষ্টা, VSHRO, ড. মো: নাজমুল হুসাইন সৌরভ – মেডিকেল অফিসার, অর্থপেডিক ও ট্রমা বিভাগ, ইউ এস বাংলা মেডিকেল কলেজ; উপদেষ্টা, VSHRO, মো: মু্হসিন দেওয়ান; (সম্পাদক-প্রকাশক), দৈনিক দেশজুড়ে সংবাদ, ইঞ্জিনিয়ার আফজাল হোসেন তপন; ভাইস চেয়ারম্যান, VSHRO,অ্যাডভোকেট ফারহানা আক্তার, সভাপতি-মুন্সিগঞ্জ জেলা, নারী ও শিশু বিষয়ক সম্পাদক- কেন্দ্রীয়, VSHRO,শহীদুল্লাহ রাসেল, (প্রকাশক-সম্পাদক) জাগো নারায়ণগঞ্জ ২৪.কম,মো: ইব্রাহিম খলিল,(সম্পাদক-প্রকাশক), দৈনিক সচেতন বাংলাদেশ ও নিউজ টু নারায়নগঞ্জ,এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ; (সম্পাদক-প্রকাশক), বিদ্যুৎ টাইমস।
আরও উপস্তিত ছিলেন:- মো. রবিউল আলম; সাংগঠনিক সম্পাদক (কেন্দ্রীয়), VSHRO, মঞ্জুর আহমেদ মুন্না; ত্রান- পুনর্বাসন বিষয়ক সম্পাদক (কেন্দ্রীয়), VSHRO,মো: মতিউর রহমান মুক্তি; উপদেষ্টা, VSHRO, তাজুল ইসলাম; কোষাধ্যক্ষ, VSHRO, আরিফ আহমেদ নিপু, সিনাফি, শামিম, রাব্বি, আবু জায়েদ; কার্যকরী পরিষদের সদস্য, VSHRO আরও প্রমুখ।