হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিয়নের পুলিশ সুপার, অ্যাডিশনাল ডিআইজি (পদোন্নতিপ্রাপ্ত) ড. আ ক ম আক্তারুজ্জামান বসুনিয়া বলেছেন, হাইওয়ে পুলিশের কার্যক্রম আগের চেয়ে অনেক গতিশীল। সাধারণ মানুষ যাতে নিরাপদ এবং বিভিন্ন নির্বিঘ্নে বাড়ি ফিরতে সেজন্য হাইওয়ে পুলিশ যথেষ্ট তৎপরতার সাথে দায়িত্ব পালন করে। হাইওয়ে পুলিশের কোন সদস্য যদি কোনরকম আইন বিরোধী কার্যক্রম করে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা ।
শনিবার (১১ জানুয়ারি) নারায়ণগঞ্জের কাঁচপুর হাইওয়ে থানার সম্মেলন কক্ষে হাইওয়ে পুলিশের সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ড. আ ক ম আক্তারুজ্জামান বসুনিয়া বলেন, মহাসড়কে থ্রী হুইলার বন্ধ, ডাকাতি এবং সড়ক দুর্ঘটনা রোধে হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিওন দিনরাত কাজ করে যাচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সীমা রাণী সরকার, কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মোর্শেদ, শিমরাইল হাইওয়ে ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম সিদ্দিকী।ভূলতাপাড়ির ইনচার্জ ও ভবেরচর হাইওয়ে থানার ওসি