January 16, 2025, 2:10 am

কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে পল্লী চিকিৎসক মিলনমেলা ও ডায়াবেটিক কর্নার উদ্বোধন

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে পল্লী চিকিৎসকদের মিলনমেলা ও ডায়াবেটিক কর্নার এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে ডায়াবেটিক কর্নারের উদ্বোধন করেন কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ ডি এম কামরুল হাসান।
অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আলহাজ্ব তোফায়েল উদ্দিনের সভাপতিত্বে এবং শিশু হাসপাতালের ম্যানেজার আলামিন খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাঃ শুভ্রদীপ চন্দ্র, উপজেলা গ্ৰাম্য ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি এ.কে আজাদ ইখতিয়ার ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।
অন্যন্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, এরিস্টোফার্মার সিনিয়র এরিয়া ম্যানেজার মনিরুল ইসলাম, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এর এরিয়া ম্যানেজার মমিনুল ইসলাম, সাইনোভিয়া ফার্মার এরিয়া ম্যানেজার কবির হোসেন, পল্লী চিকিৎসক শফিকুল ইসলাম, জয়নাল আবেদীন, জাকির হোসেন, রবিউল ইসলাম, এনামুল হাসান ফিরোজ প্রমূখ।
অনুষ্ঠানে রাফেল ড্র বিজয়ী পল্লী চিকিৎসকের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা