January 24, 2025, 7:47 am

বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো বিনির্মাণে ৩১ দফা বাস্তবায়ন জনগণের কাছে তুলে ধরার লক্ষ্যে আলোচনা সভা

নারায়ণগঞ্জ প্রতিনিধি : মনির হোসেন প্রধানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত :
শনিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৪ টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো বিনির্মাণের রূপরেখার ৩১ দফা জনগণের কাছে উপস্থাপনে ৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৪ টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো বিনির্মাণের রূপরেখার ৩১ দফা জনগণের কাছে উপস্থাপনে ৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুন মাহমুদ আরো বলেন, মধ্যসত্তভোগীদের কারণে নিত্যপণ্যের দাম বাড়ে। কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় না। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে, কীভাবে বাজার সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম কমাতে হবে, সরকারি কর্মকর্তা কর্মচারীরা জনগণের সঙ্গে রাজারমতো আচরণ না করে রাষ্ট্রের সেবক ও জনগণের গোলাম হয়ে কাজ করবে, এমন একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করাই ৩১ দফার মূল লক্ষ্য। এসব দফা বাস্তবায়ন হলে আগামীর বাংলাদেশ হবে নিরাপদ। সৃষ্টি হতে পারবে না কোনো স্বৈরাশাসক।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান ওরফে আক্কেল আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মারুফের সঞ্চালনায় এ আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন আহ্বায়ক রিয়াজুল ইসলাম, বিশেষ আলোচক ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেন। মহানগর যুবদল নেতা মাইনুল ইসলাম রানা সহ আরও অনেকে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা