January 23, 2025, 10:40 am

নারায়ণগঞ্জ ক্লাবে বিজয়ী যারা

এলিট শ্রেণির নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবারের নির্বাচনে ১১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রার্থীরা, যার মধ্যে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি এবং পরিচালক পদে বিজয়ী হয়েছেন ১১ জন।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণের মাধ্যমে অনুষ্ঠিত হয় এই নির্বাচন।

তিন বারের সভাপতি মো. সোলাইমান এবারও সভাপতি পদে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৯১৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মাহবুবুর রশিদ জুয়েল ৬৭১ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।

মারুফ আহমেদ ৯৫৬ ভোট পেয়ে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. ইকবাল হাবিব পেয়েছেন ৬৪২ ভোট।

মো. সাইদুল্লাহ হৃদয় ৭৩৮ ভোট পেয়ে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আলহাজ ইঞ্জিনিয়ার আমিনুজ্জামান মৃধা পেয়েছেন ৫১৩ ভোট এবং খাজা এবাদুল হক টিপু পেয়েছেন ৩২১ ভোট।

পরিচালক পদে ৮ জন বিজয়ী হয়েছেন। তারা হলেন: দিলারা মাসুদ ময়না (১১৮০ ভোট), হারুন অর রশিদ (১৪৭৯ ভোট), মো. জাহিদ হোসেন (১৫৩১ ভোট), খান আব্দুল কাদির মাহবুব (১৪০০ ভোট), কাজী আব্দুস সাত্তার (১৩৮১ ভোট), কৌশিক সাহা (১৩৬১ ভোট), সেলিম রাজা সিরাজী (১৪৭৭ ভোট), মো. তাইজুদ্দিন আহমেদ (১৪৭১ ভোট)।

পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করে এডভোকেট ইন্দ্রজিৎ সাহা (দীপক) ১১৫২ ভোট পেলেও নির্বাচিত হতে ব্যর্থ হয়েছেন।

নির্বাচন পরিচালনা করেছেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান আনিসুল ইসলাম সানি। তার সঙ্গে ছিলেন কমিশনের অন্যান্য সদস্যরা—আলহাজ সাইফুল আলম, কুতুব উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট রাকিবুল হাসান শিমুল, এবং মোহাম্মদ হোসেন মিঠু।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা