January 16, 2025, 1:13 am

দেওভোগে শিক্ষার্থী সীমান্ত হত্যাকাণ্ডে আরও এক আসামি গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

নারায়ণগঞ্জে শিক্ষার্থী মো. ওয়াজেদ সীমান্ত ২০) হত্যার ঘটনায় মোহাম্মদ আকাশ খান ওরফে সাইদুর রহমান আকাশ (৩৬) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে আসামি আকাশ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

গ্রেপ্তার মোহাম্মদ আকাশ খান ওরফে সাইদুর রহমান আকাশ শহরের কাশিপুর এলাকার ওমর খানের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ছিনতাই সহ ১১টি মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ।

এ বিষয়ে সদর মডেল থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো রফিক বলেন, আদালতে আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আসামি নিজে ছিনতাই করার উদ্দেশ্যে সীমান্তর উপর হামলা চালায়। গতকাল রাতে আকাশ কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, ছিনতাই, চুরি সহ মোট ১১টি মামলা রয়েছে। এর আগে অনিক নামে আরেক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছিল। তার বিরুদ্ধেও ৮টি মামলা রয়েছে। এ নিয়ে এই মামলায় মোট ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে যাওয়ার সময় নারায়ণগঞ্জ শহরের দেওভোগের মিন্নত আলী মাজারের সামনে একদল ছিনতাইকারী ওয়াজেদ সীমান্তকে (২০) ছুরিকাঘাত করে।পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। দুই দিন পর শনিবার (১৪ ডিসেম্বর) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সীমান্ত শহরের দেওভোগ পাক্কা রোড এলাকার বাসিন্দা হাজী আলমের ছেলে। তিনি রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালযের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পরে এই ঘটনায় গত ১৮ ডিসেম্বর অনিক নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ। তার বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে। সে এই ঘটনায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা