January 22, 2025, 1:42 pm

সোনারগাঁয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে মিললো নারীর লাশ

সোনারগাঁয়ে অজ্ঞাত পরিচয়ের এক নারীর (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে কোন আঘাতে চিহ্ন পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।

শনিবার (১৫ ডিসেম্বর) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশটি উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানার উপ পরিদর্শক (এসআই) আল ইসলাম জানান, কে বা কারা ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় তা জানা যায়নি। মৃত্যুর পর ওই নারীকে ছাড়া অন্য কাউকে পায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। পরে খবর পেয়ে আমরা মরদেহটি উদ্ধার করে নিয়ে এসেছি। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আমরা নাম পরিচয় জানার চেষ্টা করছি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা