January 24, 2025, 7:30 am

বিজয় দিবস উপলক্ষে মহসিন ক্লাবে ক্রীড়া ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের মহসিন ক্লাবে ক্রীড়া ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় খানপুর এলাকায় মহসিন ক্লাব মাঠে এ আয়োজন করা হয়।

খানপুর মহসিন ক্লাবের উদ্যোগে দিনব্যাপী দৌড়, মোড়গ লড়াই সহ শিশুদের নানা খেলার আয়োজন করা হয়। সেই আয়োজনে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী বিজয়ীদের পুরষ্কার দেওয়া হয়।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল টিমের সাবেক খেলোয়াড় সম্রাট হোসেন এমিলি সহ বৃহত্তর খানপুর এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

মহসিন ক্লাবের সার্বিক সহযোগিতায় ক্লাবের সদস্য হিসেবে আতাউর হোসেন ভূইয়া বুট্টু, রাকিব, শাওন, কাশুরি, আলিফ, সাঈদ, কামাল, অভি, অতুল, চঞ্চল, রাবির, পায়েল, আরমান, বুলেট, মানিক, অভি আজমত সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা