January 16, 2025, 2:38 am

সানারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৫ বছর পুর্তি উৎসব উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের সানারপাড় ঐতিহ্যবাহী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৫ বছর পুর্তি উদযাপন উপলক্ষে দুদিনব্যপী নানান কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার(১৪ নভেম্বর) দুপুরে সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজ ও শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সংসদের উদ্যোগে প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
প্রস্তুতি সভায় সানারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব সুমন মুন্না বলেন, বিদ্যালয়টির ৫৫ বছর পুর্তি উৎসব পালন উপলক্ষে আগামী ১৩ ডিসেম্বর সকাল ৭ টায় সাইকেলিং, ৮ টায় র‌্যালি, ৯ টা থেকে রাত ৮ টা পর্যন্ত পিঠা উৎসব, বিকেল ৪ টায় প্রতিষ্ঠানটির জমি দাতা, দাতা সদস্য, অবসর প্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের সম্মাননা প্রদান। পর দিন ১৪ ডিসেম্বর সকাল ৭ টায় মেরাথন দৌঁড় প্রতিযোগীতা, ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত পিঠা উৎসব, বিকেল ৩ টায় আলোচনা সভা ও রাত ৮ টা থেকে ১০ টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হবে।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক জরিনা বেগমের সভাপতিত্বে এ প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, সানারপাড় রওশন আরা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হারুন অর রশিদ, শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি শফিকুল ইসলাম, একই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সংসদের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন দিপু, প্রাক্তন শিক্ষার্থী মাহাদী হাসান শিমুল, রবিউল ইসলাম বাবু, পল্টন মিয়া, নাঈম, অনিক, সৌরভ, রূপক, ইরাদ, আজনার, আশরাফুল, পাভেল, শাহিন মামুন সহজ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা