রামগঞ্জ প্রতিনিধি :মোঃ মহিবুল্লাহ।ছাত্র শিক্ষক কৃষক ভাই-ইঁদুর দমনে সহযোগিতা চাই’’-এই প্রতিপাদ্যে- লক্ষ্মীপুর রামগঞ্জে জাতীয় ইঁদুর নিধন অভিযান উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১শে অক্টোবর) সকাল ১১ টা রামগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ ইঁদুর নিধন অভিযান কর্মসূচির উদ্বোধন করেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন।।
রামগঞ্জ উপজেলা কৃষি অফিসার সৈয়দ রায়হানুল হায়দারের সভাপতিত্বে উপজেলা সমাজসেবা অফিসার আনোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ কুমার দে সহ কৃষকরা উপস্থিত ছিলেন।
এক কেজি সরিষা বীজ, ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএপি সার ৫ জন কৃষককে দেওয়ার মাধ্যমে রবি প্রণোদনা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।