মোঃ ফয়জুল ইসলাম আরিফ :কুষ্টিয়ার কুমারখালী থানার এসএসআই সদরুলের মরদেহ ২২ ঘণ্টা পর উদ্ধার করেছে ডুবুরি দল। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ৩টার দিকে তার লাশটি উদ্ধার করা হয়। নিখোঁজ অপর এএসআই মুকুলকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি
শিলাইদহ খেয়া ঘাটের ৭/৮ কিলোমিটার ভাটিতে পদ্মা নদীর মাঝখানে সদরুলের মরদেহ ভেসে উঠে। এ সময় উদ্ধারকারী দল মরদেহটি উদ্ধার করে। পরে নদীর পাড়ে নিয়ে এলে সদরুলের স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতালে সদরুলের লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নদীতে নিখোঁজ অপর এএসআই মুকুলকে উদ্ধারে ডুবুরি দলের অভিযান চলছিল। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ জানান, পুলিশ সদস্য সদরুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপরজনকে উদ্ধারের চেষ্টা চলছে। পুলিশের উপর হামলা ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের পর যে বা যারাই জড়িত হোক না কেন তাদের আইনের আওতায় আনা হবে।