মো: মোহসিন তালুকদার , মাদারীপুর :মাদারীপুর সদর উপজেলা জামে মসজিদে রোববার বাদ যোহর নামাজের পরে দোয়ার আয়োজনের মধ্য দিয়ে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মসজিদে দোয়া এবং দুপুরে খাবারের আয়োজন করেন জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন বেপারী। এসময় উপস্থিত ছিলেন সাবেক যুবদল নেতা গোলজার হোসেন, বিএনপি’র ৫নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবুল কালাম বেপারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন বেপারী বলেন, যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছে আমি মনে করি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন। তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী আমরা মসজিদে দোয়ার আয়োজন করেছি। আমাদের অনেক সিনিয়র নেতারা বলেছেন, এই দোয়া মাহফিলের মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী সফল ও সার্থক হবে।