এনামুল হক ছোটনঃ গত ২৭ অক্টোবর ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ শহরের অস্ত্রধারী সন্ত্রাসী উমর ফারুক সাবাসসহ আরো কয়েকজন কক্সবাজার সমুদ্র সৈকতে সুগন্ধা বীচ এলাকায় অবস্থান করছে মর্মে তথ্য পায় এবং দিবাগত রাত সাড়ে তিনটায় কক্সবাজার জেলার সদর থানাধীন জামান সি হাইটস হোটেলের সামনে থেকে ১। মোঃ উমর ফারুক সাবাস, সাবেক কাউন্সিলর ২৫ নং ওয়ার্ড, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, ২। আবু বক্কর সিদ্দিক সাগর সাবেক কাউন্সিলর ৩২ নং ওয়ার্ড, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এবং তাদের সহচর ৩। মনির সিকদার-দের গ্রেফতার করতে সক্ষম হয়। জিজ্ঞাসাবাদে মোঃ উমর ফারুক সাবাস জানায় যে, ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন দিঘারকান্দা এলাকার নামাপাড়া সাকিনে তার নিজ বসতবাড়ীর পাঁচতলা বিল্ডিংয়ে ০১টি আগ্নেয়াস্ত্র বিদেশী পিস্তল রক্ষিত আছে। উক্ত অবৈধ বিদেশী পিস্তল উদ্ধারের নিমিত্তে অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি টিম কর্তৃক ধৃত আসামীসহ গত ২৭ অক্টোবর মোঃ উমর ফারুক সাবাস এর নিজ বসতবাড়ীর নিচতলায় ২৫ নং ওয়ার্ড কাউন্সিলরের অফিস কক্ষের টেবিলের ড্রয়ার থেকে স্বাক্ষীদের উপস্থিতিতে তার নিজ হাতে বের করে দেওয়া ০১ টি বিদেশী পিস্তল, ০২ রাউন্ড গুলি ও ০১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের পূর্ণ নাম ঠিকানা- ১। মোঃ উমর ফারুক সাবাস (৩৮), পিতা-হাজী সিরাজ আলী, মাতা-মোছাঃ শাহীদা খাতুন, সাং-দিঘারকান্দা নামাপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ। ২। আবু বক্কর সিদ্দিক সাগর (৩৬), পিতা-মৃত ইমান আলী ফকির, মাতা মোছাঃ আমেনা বেগম, সাং-চরকালিবাড়ী ৩২নং ওয়ার্ড, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ ৩। মনির সিকদার (৩৯), পিতা-মৃত ফরহাদ সিকদার, মাতা-ঝর্ণা বেগম, সাং-০৮নং ওয়ার্ড ছোটবাজার নিউ মার্কেট, বর্তমান সাং-বাঘমারা (সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পেছনে জনৈক শাওন এর বাসার ভাড়াটিয়া) থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতঃ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।