January 22, 2025, 2:38 pm

মেঘনায় ইলিশ ধরায় চাঁদপুরে নৌকাসহ আটক ২৭

মোঃ জাবেদ হোসেনঃ চাঁদপুরের নদ নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধন করায় পৃথক অভিযানে ২৭ জেলেকে আটক করা হয়েছে। এ সময় ৩৩৬ কেজি ইলিশ, ৯ লাখ ১ হাজার ৩০০ মিটার জাল, পাঁচটি ইঞ্জিনচালিত নৌকা এবং দুইটি ড্রেজার জব্দ করা হয়। মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মঙ্গলবার রাত ১২টা পর্যন্ত চাঁদপুরে পদ্মা, মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নদীতে মাছ ধরা অবস্থায় ২৭ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং চারজনকে ১১ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়। বাকিদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা করা হয়। নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ বলেন, মা ইলিশ রক্ষায় জেলা টাস্কফোর্সের নিয়মিত অভিযান অব্যাহত আছে। ২৪ ঘণ্টা নদীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, নৌ পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ পৃথক অভিযান চালাচ্ছে। জব্দ করা মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ এবং কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা