শামীম আক্তার : যশোরের কেশবপুরে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।গত সোমবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কেশবপুর উপজেলা ও পৌর সেচ্ছাসেবক দলের আয়োজনে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পথসভা এবং পৌর শহরের প্রধান প্রধান সড়কে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক মনিরুল ইসলাম মনি, সহ-সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম, যশোর জেলার সেচ্ছাসেবক দলের সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি নির্মল কুমার বিট, সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল।
অনুষ্ঠানে কেশবপুর উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল আলম বুলবুল সভাপতিত্ব করেন।
এসময় উপস্থিত ছিলেন, কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, যশোর জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক রেজানুল খান রিয়েল, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা, পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী হাসান বিশ্বাস, যুবনেতা আব্দুল গফুর, জাহাঙ্গীর কবির মিন্টু, কেশবপুর উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবুল রানা বাবু, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম পলাশ, সদস্য সচিব ইকবাল হোসেন, মজিদপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল লতিফ, সিনিয়র যুগ্ম আহবায়ক আজিজুল ইসলাম হাকিম, উপজেলা ছাত্রদলের আহবায়ক আজিজুর রহমান আজিজ, যুগ্ন-আহবায়ক অহেদুর রহমান অন্তু, কেশবপুর সরকারি ডিগ্রী কলেজ ছাত্র দলের আহবায়ক রাহাদুল হাসান সুজন, সদস্য সচিব ফরহাদসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্র দলের ও সেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।