ক্রাইম রিপোর্টার:বরিশাল কাজিরহাট থানার ভাষানচর হাজীকান্দা এলাকার বিএনপি যুব দলের নাম ভাঙ্গিয়ে খোকন মাতুব্বরের বেপরোয়া , চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীরা জানান খোকন নিজেকে ভাষানচর ইউনিয়নের যুব দলের সভাপতি পরিচয় দেয়।
ভুক্তভুগীর ছদ্মনাম মনিরা বেগম জানান, তার কাছ থেকে প্রতি মাসে ১০ হাজার করে টাকা দাবি করেন। চাঁদা দিতে না চাইলে খোকন মাতুব্বর তার সন্ত্রাসী বাহিনী দিয়ে রাতের আঁধারে ভুক্তভোগীর বাড়ীতে গিয়ে তাকে হত্যার হুমকি ও এলাকা ছাড়ার হুমকি দিয়ে আসে। আরেক ভুক্তভোগী জানান তার সন্ত্রাসী বাহিনী দিয়ে শুধু শুধু গাঁয়ে পাড়া দিয়ে ঝগড়া সৃষ্টি করান। এর পর বিচারে বসান সেখানে থেকে মোটা অংকের টাকা জরিমানা করেন। এরকম এলাকার অনেকের কাছ থেকে খোকন মাতুব্বর জরিমানা করেন। ভুক্তভোগী কামাল মিয়া জানান গত কিছুদিন আগে আমার দোকানে এসে আমাকে বলেন মাসে ৩ হাজার করে টাকা দিতে হবে। না দিলে দোকানের সাটার বন্ধ থাকবে। এলাকার কয়েকজন মুরুব্বিরা জানান এলাকার মাদক ব্যবসায়ীদের সেল্টার দাতা তিনি। মাদকের কারণে এলাকার যুব সমাজ দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে। ভাষানচর দফাদারহাটের এক মুদি দোকানদার নাম প্রকাশ না করা শর্তে জানান তার কাছ থেকে ২০হাজার টাকা চাঁদা নিয়েছে। আমি নিরীহ মানুষ কিছু বলিনি ভয়ে কারণ তার সন্ত্রাসী বাহিনী দিয়ে যেকোন সময় আমাকে হত্যা করে ফেলতে পাড়ে। থানায় গিয়ে কিছু করবো এরকম পরিস্থিতি এখনো হয়নি। হেসামদ্দি বাজারের আরেক ভুক্তভোগী জানান তার কাছ থেকে ৩০ হাজার টাকা চাঁদা নিয়েছে।
খোকন মাতুব্বর এলাকার একজন ছেচড়া চাঁদাবাজ। কোন ছেলে মেয়ে এক সাথে কথা বলতে দেখলে তাদেরকে আটকিয়ে মোটা অংকের জরিমানা করার অভিযোগ পাওয়া যায়। সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায় বরিশাল জেলার, কাজিরহাট থানার,ভাষানচর ইউনিয়নের হাজীকান্দা গ্রামের মোতাহার মাতুব্বর ওরফে গোলগুলা,ওরফে ভাগে জাল বাইতেন তার ছেলে খোকন মাতুব্বর মাদক ব্যবসায়ীদের শেল্টার দাদা। এর বিনিময় তিনি মাসে মাসে মাসোহারা পায়। খোকনের চাঁদাবাজির কারণে এলাকার মানুষ অতিষ্ঠ। এলাকাবাসী এর নিন্দা ও জানান, বিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে খোকনের অপকর্মের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান।