October 4, 2024, 1:59 pm

জনগণের ভোটের অধিকার ফিরিয়ে না দেয়া পর্যস্ত আন্দোলন চালিয়ে যেতে হবে-বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন।

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে তাই ঘরে বসে থাকলে চলবেনা।জনগণের ভোটের অধিকার ফিরিয়ে না দেয়া পর্যস্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।যারা বলতেছে আগেই ভালো ছিলাম তারা স্বৈরাচার আওয়ামী লীগের দোষর।

খেলা হবে বলে হুমকি দমকি দিয়েছিল ২০০১ সালে বোরখা পরে পালিয়েছে শামিম ওসমান, আমি বলে ছিলাম আবারও বোরখা পরে পালিয়ে যাবে। তাই হয়েছে শামিম ওসমানের কথায় যাড়া বিএনপির নেতা কর্মীদের নির্যান চালিয়েছে তারা কোথায় তারাও শামিম ওসমানের মত পালিয়েছে।

স্বৈরশাসক আওয়ামী সরকার পুলিশ বাহিনী কে নিজেদের বাহিনী বানিয়েছিলো পুলিশ বাহিনীকে দিয়ে যা ইচ্ছা তাই করেছে। অনেক রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি।ছাত্র জনতার আন্দোলন যেন বিথা না যায়
সেদিকে খেয়াল রাখতে হবে। আওয়ামী সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পায়নি ফুটপাতের হকার,সিএনজি চালক ও বাস চালকরা।বিএনপির নেতা কর্মীরা এগুলো থেকে দুরে থাবেন কারো বিরুদ্ধে অভিযোগ পেলে দল থেকে বহিষ্কার করা হবে।

ষড়যন্ত্র কাড়ি দের প্রতিহত করার আহবান জানিয়েছেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি মুহাম্মাদ গিয়াসউদ্দিন।।

শুক্রবার (২৭ সেপ্টম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার নাসিক ১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সন্ত্রাস চাঁদাবাজ লুটপাট নৈরাজ্যর প্রতিবাদে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটি বিকেল চারটায় শুরু হয়ে সন্ধা সাত ঘটিকায় শেষ হয়।

তিনি বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সকলকে আন্দোলন করে যেতে হবে। অন্তর্বর্তী সরকার ও এই প্রশাসনকে সবরকম সহযোগিতা করতে হবে। কোনো ভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মোহাম্মদ মাজেদুল ইসলাম সভাপতি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি।

এস এম আসলাম, সহ সভাপতি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি।

মোঃ ইকবাল হোসেন সাধারণ সম্পাদক সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি।
এম এ হালিম জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি।
মোঃ আকবর হোসেন , সাংগঠনিক সম্পাদক সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি।
সহ অঙ্গ সংগঠনের কয়েকশত নেতা কর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রওশন আলী সভাপতি নাসিক ১ নং ওয়ার্ড বিএনপি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা