নারায়ণগঞ্জ প্রতিনিধি: ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে তাই ঘরে বসে থাকলে চলবেনা। সবাইকে ষড়যন্ত্র কাড়ি দের প্রতিহত করার আহবান জানিয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মাদ গিয়াসউদ্দিন। তিনি বলেন, স্বৈরশাসকের ছত্রচ্ছায়ায় যারা অত্যাচার জুলুম নির্যাতন লুটপাট করে সন্ত্রাস কায়েম করেছে তাদের বিচার হতে হবে। তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।
শনিবার (২১ সেপ্টম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মাদানি নগর এলাকায় নাসিক ৩নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে সন্ত্রাস চাঁদাবাজ লুটপাট নৈরাজ্য ও অপকর্মের প্রতিবাদে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন গিয়াস উদ্দিন।
তিনি বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সকলকে আন্দোলন করে যেতে হবে। অন্তর্বর্তী সরকার ও এই প্রশাসনকে সবরকম সহযোগিতা করতে হবে। কোনো ভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না।
স্বৈরশাসকের ছত্রচ্ছায়ায় এই গডফাদারের জন্ম হয়েছিল তাদের দোসররা এখনো সক্রিয় তারা মানুষের অধিকার করে নিয়েছিল ১৭ বছর পর আমারা প্রান খুলে কথা বলতে পারছি।
তিনি আরো বলেন, দলের স্বার্থ রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। যারা অত্যাচার নির্যাতন চালিয়ে সন্ত্রাসী করেছে, তাদেরকে কোনো অবস্থাতে ছাড় দেয়া যাবে না। তাদের ব্যাপারে কোনো রকম সুপারিশ করা যাবে না। সে হোক কারো আত্মীয়, ভাই বন্ধু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মোহাম্মদ মাজেদুল ইসলাম সভাপতি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি।
মাহমুদ গোলাম মোস্তফা মেম্বার সহ-সভাপতি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি।
মোঃ ইকবাল হোসেন সাধারণ সম্পাদক সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি।
রওশন আলী চেয়ারম্যান সহ সভাপতি সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি।
সভাপতি মোহাম্মদ তৈয়ব হোসেন ৩ নং ওয়ার্ড বিএনপি। সহ অঙ্গ সংগঠনের কয়েকশত নেতা কর্মী উপস্থিত ছিলেন।