হৃদয় ইসলাম :রাজধানীর মোহাম্মদপুর রায়ের বাজার এলাকার ছিনতাইকারীর প্রধান হাসানের বিরুদ্ধে একাধিক ছিনতাই ও মারামারি অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভুগী রাতুল এক প্রতিবেদককে জানান গত ১ই সেপ্টেম্বর ২০২৪ইং সকাল সাড়ে ৭টার দিকে তার কর্মস্থলে যাওয়ার পথে মোহাম্মদপুর ৪০ফিট কালভার্ট এলাকায় ছিনতাইকারী হাসান ভুক্তভোগীকে ডাক দিয়ে চিপা গলিতে নিয়ে তার সাথে আরো ৭থেকে ৮ জন ছিনতাইকারীরা রানদা, চাপাটি,ছুরি, বের করে বলে সাথে যা যা আছে বের করে দে, তা না হলে মেরে ফেলবো, দিতে না চাইলে তাকে পিটিয়ে আহত করে জোরপূর্বক স্মাট ফোন যাহার মডেল নং- OPPO A 16, IMEI 1: 864763055418154, IMEI 2:864763055418147. এবং টাকা পয়সা সাথে থাকা প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নিয়ে তাকে ফেলে ছিনতাইকারীরা পালিয়ে যায় । পথচারীরা তাকে একটি হাসপাতালে পাঠান, খোজ নিয়ে জানা যায় ছিনতাইকারীর প্রদান হাসান কিছুদিন আগে একই অফিসে ২মাস চাররি করেন, ছিনতাইকারী হাসান বিভিন্ন অফিসে ১বা ২মাস চাকরি করেন। টার্গেট রাখেন কে বেশি বেতন পায়। সময় মত তার সহযোগীদের নিয়ে ছিনতাই করেন। সেখানে আর চাকরি করে না। এভাবে ছিনতাইয়ের একটি সিন্ডিকেট তৈরি করার একাধিক অভিযোগ পাওয়া গেছে । মোহাম্মদপুর রায়ের বাজার এলাকার বাসিন্দা কয়েকজন জানান হাসান,পিতা.ইউসুফ,২। রাকিব পিতা.অজ্ঞাত ৩। জাকির পিতা,অজ্ঞাত সাথে থাকা আরো ৪ /৫ জন মিলে ছিনতাই ও মাদক, বেচাকেনার কাজে জরিত। ভুক্তভোগী বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়রী করেন। এ বিষয় মোহাম্মদপুর থানার এ এস আই রকিবুল এর কাছে মুঠোফোন জানতে চাইলে তিনি জানান বিষয়টা তদন্ত চলছে।