September 13, 2024, 2:36 pm

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট,প্রচন্ড গরমে অতিষ্ঠ জনজীবন।

সিদ্ধিরগঞ্জ,নারায়ণগঞ্জ প্রতিনিধি :ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জে অংশে আজ শুক্রবার ভোর থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে সোনারগাঁওয়ের মোগরাপাড়া মেঘনা টোল প্লাজা পর্যন্ত চট্টগ্রামমুখী লেনে ১৮ কিলোমিটার এলাকায় ছড়িয়েছে যানজট। এ কারণে যানবাহন থেকে অনেকেই ফিরে যাচ্ছেন বাসায় আবার অনেককে দেখা যাচ্ছে গাড়ি থেকে নেমে বাতাস খাচ্ছেন ।

তীব্র যানজটের মুখে বাসচালক থেকে শুরু করে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা গন্তব্যস্থলে যাওয়ার জন্য মহাসড়কে অবস্থান করতে হচ্ছে। এতে পাঁচ মিনিটের পথ এক ঘণ্টায়ও পাড়ি দেওয়া যাচ্ছে না।

শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল, মৌচাক, সানারপাড় গিয়ে এমন যানজটের চিত্র লক্ষ করা যায়। সকাল ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত যানজট কমেনি। 

সারোয়ার নামে এক ব্যক্তি বলেন, আজ শুক্রবার ছুটির দিন কুমিল্লা গ্রামের বাড়ি যেতে রওনা দিয়েছি। রাস্তায় জ্যামের কারণে আধা ঘন্টার উপর হয় গাড়ি এখানে
দারিয়ে আছে প্রচন্ড গরম তাই গাড়ি থেকে নেমে বাতাস খাচ্ছি । সাহাদাত মিজি নামে এক ব্যক্তি জানান গ্রামের বাড়ি মতলবে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি রাস্তায় জ্যামের কারণে যেতে পারছি না তাই বাসায় ফিরে যাচ্ছি।

কামাল নামের এক বাসযাত্রী বলেন, ‘সকালে মদনপুরে যাওয়ার জন্য শিমরাইল মোড় থেকে বাসে উঠেছি। কিন্তু মহাসড়কে তীব্র যানজটের তার উপর অনেক গরম তাই বাস থেকে নেমে বাসায় চলে যাচ্ছি।’ 

সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড থেকে বন্দরের লাঙ্গলবন্দ এলাকা পর্যন্ত ঢাকা চট্টগ্রামমুখী লেনে ১৮ কিলোমিটার পর্যন্ত যানজট তৈরি হয়েছে। মনির নামের এক বাসচালক বলেন, ‘সাইনবোর্ড থেকে মাদানি নগড় আসতে প্রায় এক ঘণ্টা সময় লেগে গেছে। রাস্তায় জ্যাম প্রচন্ড গরম এখানে এসে বাস আর সামনে এগোনোর মতো অবস্থা নেই। যাত্রীরাও বিরক্ত হয়ে বাস থেকে নেমে যাচ্ছে। বাকি পথ পার হতে আর কত ঘণ্টা লাগে কে জানে।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হক বলেন, রাস্তায় একটি গাড়ি বিকল হয়ে পড়েছিল সেটিকে সরিয়ে নিয়েছি খুব তারাতাড়ি যানজট স্বাভাবিক হয়ে যাবে আসা করছি ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা